উত্তরদিনাজপুর

স্বাস্থ্যকেন্দ্রের এক চিকিৎসকের ভুয়ো ডিগ্রি থাকার অভিযোগে তাকে গ্রেফতার করলেন সিআইডি

ভুয়ো ডিগ্রি থাকার অভিযোগে বুধবার উত্তর দিনাজপুরের চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসককে গ্রেফতার করলো সিআইডি ভবানী ভবন কলকাতা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। ইসলামপুরের অতিরিক্ত জেলা শাসক মুখ্য দায়রা আদালতের সরকারি কৌশলী সঞ্জয় ভাওয়াল বলেন, বিধাননগর সিটি পুলিশের নিকট রাজ্য স্বাস্থ্য দপ্তরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ভুয়ো ডিগ্রি নিয়ে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসক কাইজার আলমকে বুধবার সিআইডি গ্রেফতার করে। এরপর অভিযুক্ত চিকিৎসক কাইজার আলমকে আদালতে পাঠানো হয়। সিআইডি ভবানী ভবনের তরফে আবেদনের ভিত্তিতে পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছেন বিচারক সঞ্জয় কুমার শর্মা। পাঁচ দিন পর অভিযুক্ত চিকিৎসককে বিধাননগর আদালতে তোলা হবে। 
    সিআইডি সূত্রে জানা গিয়েছে, বিধাননগর সিটি পুলিশের কাছে স্বাস্থ্য দপ্তরের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সিআইডি-র টিম তদন্ত শুরু করে। এরপর গ্রেফতার করা হয় কাইজার আলমকে। সে সিআইডিকে তামিলনাড়ুর যে ডিগ্রি দেখান তা ভুয়ো বলে জানতে পেরেই সিআইডি কাইজার আলমকে গ্রেফতার করে আদালতে পাঠায়। এবং রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ২০১১ সাল থেকে চুক্তি ভিত্তিক চিকিৎসক হিসাবে চোপড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন কাইজার আলম।